সে আমাকে ভালোবেসেছে।
অন্তত একটা মুহুর্তজীবন একান্তে একান্তই আমাকে ভেবেছে ।
প্রাক্তন
এক কথায় প্রকাশঃ
যাকে তুমি কখনো ভুলতে পারবা না = প্রাক্তন!
যে তোমাকে বেশি কষ্ট দিয়েছিলো = প্রাক্তন!
যাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলো = প্রাক্তন!
যার জন্য অন্যদের নানান কথা শুনতে হয়েছিলো = প্রাক্তন!
যে তোমাকে ঠকিয়েছিলো = প্রাক্তন!
যার জন্য তুমি ছ্যাঁচড়া হয়েছিলে = প্রাক্তন!
যে তোমার ভালোবাসা বুঝেনি = প্রাক্তন!
যাকে মিস করো = প্রাক্তন!
যাকে না পেলে মনে হয়েছিলো মরে যাবে = প্রাক্তন!
যে ভুল মানুষকে সব ভালোবাসা দিয়েছিলে = প্রাক্তন!
যে তোমার দুর্বলতার সুযোগ নিয়েছিলো = প্রাক্তন!
যে ভালোবাসার প্রতিদানে শুধু অবহেলাই দিয়ে গেছে = প্রাক্তন!
যার জন্য তোমার পড়ালেখার বারোটা বেজেছে = প্রাক্তন!
যার জন্য অন্যদের বিলিভ করতে ভয় পাও তুমি = প্রাক্তন!
যাকে গালি দাও আবার ভালো ও বাসো = প্রাক্তন!
যে তোমার দীর্ঘনিঃশ্বাস এর কারন = প্রাক্তন!
ছেলেদের চোখে যে হঠাত্ ই সুন্দর হয়ে যায় = প্রাক্তন!
অনেকের যেটা নেই = প্রাক্তন!
অনেকের যেটা হবে = প্রাক্তন!
ফেবুতে যেই টপিক নিয়ে বেশি লেখা হয় = প্রাক্তন!
যে 'ভালোবাসা' জিনিস টার উপর থেকে বিশ্বাস উঠিয়ে দিয়েছে = প্রাক্তন!
যাকে ভেবে শুধুই সময় নষ্ট হয় = প্রাক্তন!
যাকে ফিরিয়ে আনার দরকার নেই = প্রাক্তন!
যে তোমার যোগ্য না = প্রাক্তন
(৩)
ভুলে গেছো যাও,
এরকম ভুলে যে কেউ যেতে পারে,
এমন কোনও অসম্ভব কীর্তি তুমি করোনি,
ফিরে আর তাকিও না আমার দিকে,
আমার শূন্যতার দিকে।
আমি যেভাবেই আছি, যেভাবেই থাকি
এ আমার জীবন, তুমি এই
জীবনের দিকে আর করুণ করুণ চোখে
তাকিয়ে না কোনওদিন।
ভুলে গেছো যাও, বিনিময়ে আমি যদি
ভুলে না যাই তোমাকে, যেতে না পারি
সে আমার ব্যক্তিগত ব্যাপার,
তুমি এই ব্যাপারটি নিয়ে ঘেঁটো না,
এ আমার জীবন, কার জন্য কাঁদি,
কাকে গোপনে ভালোবাসি জানতে চেও না।
ভুলে গেলে তো আমায়, ছেড়ে চলে গেলে এয়ইতো—
যার যার জীবনের মতো
যার যার ব্যক্তিগত ব্যাপারও যার যার হয়ে ওঠে।
তুমি তো জানোই সব, জেনেও কেন বলো যে
মাঝে মাঝে যেন খবর টবর দিই কেমন আছি!
আমার কেমন থাকায় তোমার
কীই বা যায় আসে!
যদি খবর দিই যে ভালো নেই,
যদি বলি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে,
যদি বলি তোমার জন্য আমার মন কেমন করছে,
শরীর কেমন করছে!
তুমি তো আর ছুটে আসবে না
আমাকে ভালোবাসতে!
তবে কী লাভ জানিয়ে,
কী লাভ জানিয়ে যে আমি অবশেষে সন্ন্যাসী হলাম!
ব্যক্তিগত ব্যাপার
__তসলিমা নাসরিন
(৪)
“ চল হাত ছেড়ে শূন্যতা ধরে হাঁটি।
- তারপর?
তারপর ঠিক করে নেবে,
আজীবন শূন্যতা, না আমি । ”
____রুদ্র গোস্বামী



0 Comments